সিলেটের আলো: :গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বৃদ্ধ বাবা-মাকে জিম্মি করে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে প্রতিবেশী তরুণ। এ ঘটনায় ধর্ষক শাব্বির আহমদকে(১৮) গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। ধর্ষক শাব্বির আহমদ একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে। সোমবার দুপুরে রণকেলী থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করার আগের দিন রোববার রাত ৩টার দিকে উপজেলার নুরুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
এদিকে ধর্ষণের শিকার ঐ শিশুকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে হাসপাতালের ওসিসিতে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে একই এলাকার অভিযুক্ত শাব্বির আহমদ (১৮) ওই শিশুটির ঘরে জোরপূর্বক প্রবেশ করে। এরপর শিশুর বৃদ্ধ মা-বাবাকে জিম্মি করে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশুটি ও তার পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।
সোমবার সকালে বিষয়টি থানা পুলিশকে জানালে এসআই হেলালের নেতৃত্বে দুপুরে রণকেলী থেকে ধর্ষক শাব্বির আহমদকে (১৮) গ্রেফতার করে।
এ ব্যপারে থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন জানান, ঘটনার পর আমরা অভিযুক্ত শাব্বিরকে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।