অভিযোগসূত্রে জানা গেছে, রবিবার (২৩ ডিসেম্বর) দুপুর একটার দিকে নুরুল ইসলাম নাহিদের পক্ষে প্রচারনা কাজে গোলাপগঞ্জ থানার হিলালপুর গ্রামের বাড়ি থেকে বের হওয়ার সময় সামাদের উপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের হামলায় তার বাম চোখের পাশে মারাত্মক জখম হয়। সামাদকে বাঁচাতে তার মা এগিয়ে আসলে তাকেও লাঞ্চিত করা হয়। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকে ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা সামাদ আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় আজিজুর রহমান ফয়ছল (৪৫), খয়রুল ইসলাম বাছন (৪০), সাইদুল ইসলাম (২৮), অলিউর রহমান সাফিকী (৩২)সহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।