বালাগঞ্জ প্রতিনিধি : সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। বালাগঞ্জ উপজেলার প্রতি গ্রামকে শিগগির শতভাগ বিদ্যুায়নের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। মাহমুদ উস সামাদ চৌধুরী শুক্রবার সকালে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুর গ্রামের শুভ বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস মিয়া। ছাত্রলীগ নেতা জিয়াউল হক পান্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিলেট পল্লীবিদ্যুতের জিএম প্রকৌশলী মাহবুবুল আলম, বালাগঞ্জ জোনালের ডিজিএম মো. জহিরুল ইসলাম, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম জালাল উদ্দিন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, আওয়ামী লীগ নেতা মো. দিলু মিয়া, ইছরাক আলী, হাজী সায়েস্তা মিয়া, সিতাব আলী, সাদিকুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ, গহরপুর রিক্সা শ্রমিক সংগঠনের সভাপতি নেছাওর আলী, যুবলীগ নেতা কয়েসুল আলম কয়েস, আব্দুল শাহাদাত রুকন, আব্দুল্লাহ রহমান, ছাত্রলীগ নেতা এমরুল হক, জাকির হোসেন প্রমুখ।