January 24, 2025, 12:29 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’বেরিয়েছে ওসমানী হাসপাতালের নার্স আছমা আলহারামাইন থেকে বহিস্কার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে ব্যারিষ্টার এম এ সালামের মতবিনিময় সুনামগঞ্জের গামাইরতলা সীমান্তে ভুয়া পুলিশ সহযোগী সহ আইনশৃঙ্খলা বাহিনীর খাঁচাতে জনগনের কাছে তথ্য অধিকার আইন সম্পর্কে সঠিক ধারনা দিতে হবে: সিলেটে তথ্য সচিব সিলেটের যুব উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক শামীম “”বিদায় বেলায় ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা আর ভালোবাসা সিক্ত যিনি সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুললের সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দোয়া মাহফিল শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন দক্ষ সংগঠক ও অভিনয়শিল্পী কামাল জৈন্তাপুরে বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
ঘর বাঁধার আশায় মুসলিম হয়েছিলেন পার্বতী ; পরিণামে মৃত্যু

ঘর বাঁধার আশায় মুসলিম হয়েছিলেন পার্বতী ; পরিণামে মৃত্যু

শুক্রবার সকালে যশোরে পাওয়া মৃতদেহটি পার্বতী ওরফে নুসরাত জাহানের (২৪)। হিন্দু পরিবারে জন্ম নেওয়া পার্বতী সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেন। একটি সন্তান আছে তার। স্বামী ভারতে গেছেন। পরে তিনি এক মুসলিম তরুণকে বিয়ে করেন।

পার্বতীকে ফোনে ডেকে নিয়ে গলা কেটে খুন করা হয়েছে বলে তার মায়ের দাবি। এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন পার্বতী ওরফে নুসরাতের মা যমুনা।

নিহত পাবর্তী ওরফে নুসরাত জাহান মণিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের অধীর দাসের মেয়ে। তার সঙ্গে মাগুরার শালিখা উপজেলার বুইখালি গ্রামের মহিতোষ রায়ের (বর্তমানে ভারতে বসবাসকারী) বিয়ে হয়েছিল। নিহতের মা যমুনা দাস যশোর শহরের কুইন্স হসপিটালের কর্মচারী। তিনি বাদী হয়ে কোতয়ালী থানায় একটি অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে যমুনা তার মেয়ে হত্যায় সদর উপজেলার মাহিদিয়া প্রাইমারি স্কুলের পাশের সিরাজুল ইসলামের ছেলে নীরব ওরফে রাব্বি (২৬), মাহিদিয়া পশ্চিমপাড়ার লিয়াকত হোসেনের ছেলে বিপুল হোসেন (২৫) এবং শংকরপুর জিহড়াপাড়ার মিলন হিজড়াকে (২৭) অভিযুক্ত করেছেন। জানিয়েছেন, তাদের সঙ্গে অজ্ঞাত ২-৩ জন পার্বতী খুনে জড়িত।

যমুনার অভিযোগ, সাত বছর আগে মাগুরার শালিখা উপজেলার বৈখালী গ্রামের দ্বীন রায়ের ছেলে মহিতোষ রায়ের সঙ্গে পার্বতী রায়ের বিয়ে হয়। তাদের ঘরে অভি (৬) নামে একটি সন্তান আছে। অভি তার ঠাকুরমার কাছে থাকে। পার্বতীর সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের বনিবনা না হওয়ায় তিনি মায়ের কাছে থাকতেন। অভির জন্মের ১৬ মাস পর পার্বতীর স্বামী মহিতোষ ভারতে চলে যান। তিনি এখনো ভারতেই বসবাস করেন। স্ত্রীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

‘স্বামী ভারতে থিতু হওয়ায় পার্বতী একটি গার্মেন্টে এ কাজ নেয়। সেখানে শিমুল নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। শিমুলের মাধ্যমে নীরব ওরফে রাব্বির সঙ্গে পরিচয় হয় বছর দুয়েক আগে। তারা মোবাইল ফোনে কথাবার্তা বলতো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাস তিনেক আগে পার্বতী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। নুসরাত জাহার নাম ধারণ করে সে রাব্বিকে বিয়ে করে। বিয়ের পর তারা ঝুমঝুমপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো। রাব্বি খুব নির্যাতন করতো নুসরাত জাহানকে (পার্বতী),’ বলেন যমুনা।

থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার দিতে পার্বতী ও তার মা যমুনা সুধীর বাবুর কাঠগোলার কাছের পুজাম-পে যান কালীপূজা দেখতে। সেখানে রাব্বিও যান। এর কিছুক্ষণ পর একটি কালো রঙের মোটরসাইকেলে করে ওই মন্ডপে আসেন বিপুল ও মিলন হিজড়া। তারা সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলেন। এরপর মোটরসাইকেলে করে পার্বতীকে নিয়ে যান তারা। রাতে তিনি পার্বতীর মোবাইল ফোনে কল করে বন্ধ পান। মেয়ে ফিরছেন না দেখে রাত সাড়ে ১০টার দিকে তার ঝুমঝুমপুরের ভাড়া বাসায় যান যমুনা। কিন্তু ঘর বন্ধ পান। আশেপাশের লোকজনও কিছু বলতে পারেননি।

যমুনা লিখিত অভিযোগে বলেছেন, “শুক্রবার সকালে পার্বতীর বাবা রাব্বির বাড়িতে যান। কিন্তু সেখানে তাদের দেখা পাননি। রাব্বির চাচা বলেন, ‘দুই-তিনদিন পর তাদের ভালোমন্দ সব জানতে পারবেন। থানা পুলিশ কারার দরকার নেই।’ ওই কথা শুনে পার্বতীর বাবা সেখান থেকে পুলেরহাট বাজারে আসেন। ওই বাজারের কাছের একটি চায়ের দোকানে দাঁড়ান। সেখানে লোকমুখে জানতে পারেন মালঞ্চির মুছার বান্দাল এলাকায় এক তরুণীর লাশ পাওয়া গেছে। তিনি বিষয়টি মোবাইল ফোনে পার্বতীর আমাকে জানালে যশোর জেনারেল হাসপাতালে গিয়ে মেয়ের লাশ দেখতে পাই। তার শরীরের বিভিন্ন স্থানে ধারলো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং গলা কাটা ছিল।”
যমুনার ধারণা, আসামিরা পরস্পর যোগসাজসে মালঞ্চি এলাকায় নিয়ে গিয়ে তার মেয়েকে হত্যা করেছে।

কোতয়ালী থানার এসআই মোখলেছুজ্জামান জানিয়েছেন, শুক্রবার দুপুরে মরদেহের ময়নাতদন্ত করার মিনিট দশেক আগে যমুনা রায় হাসপাতালে যান এবং তার মেয়েকে শনাক্ত করেন। পরে ঘটনা অনুসন্ধান করে খুনের ব্যাপারে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখনই তা জানানো সম্ভব না।

তিনি আরো বলেছেন, নিহতের মা শুক্রবার রাতে কোতয়ালী থানায় অভিযোগ দিয়েছেন বলে নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com