অনলাইন ডেস্ক : চুরি করার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে ৩৬ বয়সী এক চোর। তারপর বাড়িতে দামী শ্যাম্পেইনের খোঁজ পায় চোর, পেয়ে তা পান করে মদ্যপ অবস্থায় ঘুমিয়ে পরে বাড়িওয়ালার বিছানায়। এই ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এস্পেরন্সে বাড়িতে।
বাড়ির মালিক বাসায় ফিরে চোরকে ঘুমন্ত অবস্থায় দেখে পুলিশকে ফোন করে বিষয়টি জানান। খবর বিবিসির।
বাড়িওয়ালার ফোন পেয়ে তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং চোরকে কারাবন্দী করে বলে জানিয়েছেন দেশটির পুলিশ কর্মকর্তা।
বেশ ব্যয়বহুল শ্যাম্পেইন পান করার পর তিনি ঘুমিয়ে পড়েছিলেন, তাকে মাতাল অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় বলে বিবিসিকে জানিয়েছেন অস্ট্রেলিয়ান পুলিশ কর্মকর্তা রিচার্ড মুর।
চুরির অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে বলেও তিনি জানান।