জানা যায়, বুধবার (২০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সিলেটের জকিগঞ্জ থানার কাদিপুর ব্রীজের পুর্ব পার্শ্বের পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে এনাম উদ্দিনকে ১০(দশ) বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত এনাম উদ্দিন সিলেটের জকিগঞ্জ জেলার কাদিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকসেবীদের নিকট বিক্রর করার উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে আটককৃত এনাম উদ্দিন ।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীকে সিলেটের জকিগঞ্জ থানায় হস্তান্তর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ সিলেট এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী।