মো: হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধি, জগন্নাথপুরে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু‘পক্ষের দফায় দফায় সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পলাতক আসামী সহ ৪ জনকে গ্রেফতার করেছে জগন্নাপুর থানা পুলিশ। আহতদের মধ্যে আমিন (৫০)ও আরজ উল্লাহ (৭৫) কে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘীপুড়া গ্রাম নিবাসী আরজ আলীর সাথে একই গ্রাম নিবাসী সাবেক ইউপি সদস্য আজিজুল মিয়ার মধ্যে ভূমি সংক্রান্ত বিষয়ে বিরোধ কেন্দ্র করে ইতিপূর্বে দু দফা সংঘর্ষে পাল্টা পাল্টি মামলা চলে আসছিল।
এর জের ধরে সোমবার (১৮ই ডিসেম্বর) দুপুরে নিজ বাড়ীর পাশে আবাদী জমিতে আরজ আলী ও সাবেক ইউপি সদস্য আজিজুল মিয়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে ঘীপুড়া গ্রাম নিবাসী আশিক মিয়ার মেয়ে আটপাড়া সরকারি প্রাথমীক বিদ্যালয়ের ছাত্রী সুমনা বেগম (১৪), আরজ আলী (৬৫), আমিন উল্ল্যা (৫৫), সুলেমান মিয়া (৩৫), এলেমান মিয়া (২৯), ফজলু (৩৮), হুসেন মিয়া (২৬), মিলমধর (৬৫), স্কুল ছাত্র জুনেদ (১৪), বকুল (২৮) সহ প্রায় ১৫জন আহত হয়েছেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার এস আই ফাত্তাহ নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সংঘর্ষস্থল পরিদর্শনকালে পলাতক আসামী মিলমদর ও আজিজুল হক কে গ্রেফতার সহ একই গ্রামের ছালিক মিয়ার ছেলে জাকির এবং মৃত শুকুর আলীর ছেলে কবির মিয়াকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার এ এস আই হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনও থানায় কোন মামলা হয়নী, অভিযোগ পেলে প্রযোজনীয় ব্যাবস্থা নেব।
Related