জগন্নাথপুরের নলজুর সেতুর এ্যাপ্রোচ সড়কে ধস-যানচলাচল বন্ধ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর প্রতিনিধি,…
জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের নলজুর সেতুর এ্যাপ্রোচ বুধবার (৬ ডিসেম্বর) সকালে ধসে পড়ছে। ফলে ওই সড়কের যান- বাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
সরেজমিন পর্যবেক্ষনে দেখা যায়,সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাও এলাকায় নলজুর নদীর ওপর নির্মিত নলুজর সেতুর এ্যাপোচের অধিকাংশ অংশ ধসে পড়ছে। এতে করে ওই সড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। যার ফলে অত্র এলাকার জনসাধারণ চরম দূর্ভোগের শিকার হচ্ছেন।
এলাকাবাসী জানান,উপজেলারবাসী ওই সড়ক দিয়ে বেগমপুর হয়ে রাজধানীর সঙ্গে যোগাযোগ করে থাকেন। এছাড়া সিলেট জেলার ওসমানি নগর, বালাগঞ্জ উপজেলায়ও যাতায়াত করা হয়। ২০১৩ সালে বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান নলজুর নদীর ওপর ৩৯ দশমিক ১৫ মিটার গার্ডার সেতুর উদ্বোধন করেন।
সেতুর কাজ শেষ হলেও সেতুর এ্যাপ্রোচের জায়গায় এক ব্যক্তি দেয়াল নির্মাণ করায় সেতুটির এ্যাপ্রোচের কাজ বন্ধ হয়ে যায়। ফলে বিকল্প এ্যাপ্রোচ দিয়ে ছোট যানবাহন চলাচল শুরু করলেও এ্যাপ্রোচ না থাকায় সেতু দিয়ে বড় যানবাহন চলাচল হয়নি। সেতুটির এ্যাপ্রোচের জায়গা অধিগ্রহনের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উদ্যোগ গ্রহণ করলেও গত তিন বছরে তা বাস্তবায়ন হয়নি। ফলে ১৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত সেতুটি জনসাধারনের চলাচলে পুরোপুরি সুফল পাচ্ছেন না। এমতাবস্থায় সাম্প্রতিকালে বন্যা ও অতিবৃষ্টিপাতে সেতুটির এ্যাপ্রোচ সড়ক ধসে পড়লে সামান্য কিছু সংস্কার কাজ করা হলে ও ঝুঁকিপূর্ন অবস্থায় যানবাহন চলাচল করে আসছে।
ঘোষ গাঁও নিবাসী জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, এলজিইডির গাফিলাতির কারণে তিন বছর ধরে সেতুর এ্যাপ্রোচ কাজ হচ্ছে না। সম্প্রতি বন্যায় এ্যাপ্রোচ সড়কে ভাঙন দেখা দেয়। নামমাত্র কিছু সংস্কার করা হলেও এখন সড়কের বিশাল অংশ ধসে পড়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে সব ধরনের যানবাহন।
জগন্নাথপুরের নবাগত এলজিইডি কর্মকর্তা গোলাম সারোয়ার সাথে আলাপকালে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি নতুন এ উপজেলায় এসেছি। যান চলাচল অব্যাহত রাখতে কিছু সংস্কার কাজ করার পদক্ষেপ নেয়া হবে।
Related