মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধি,.
সুনামগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতিভুক্ত জগন্নাথপুর উপজেলাবাসী ঘন ঘন লোডশেডিং এর ফলে অতিষ্ঠ হয়ে পড়েছেন। প্রকাশ, বিগত চার পাঁচ দিন ধরে সুনামগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভূক্ত জগন্নাথপুর উপজেলা সদর বিদ্যুৎ এর আওতাভুক্ত বিভিন্ন গ্রাম ও হাট- বাজারে সন্ধ্যা লগ্ন থেকে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর ফলে ব্যবসা – বানিজ্য ও স্কুল, কলেজ এবং মাদ্রাসাগামী ছাত্র / ছাত্রীদের লেখা পড়া বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি দিন ও রাতের বেশীরভাগ সময় বিদ্যুৎ না থাকার কারনে ফ্রিজে রাখা মাছ, মাংস ও সবজি নষ্ট হচ্ছে। এতে জনসাধারণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিদায় জনভোগান্তি লাগবে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ একটু সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।