মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর প্রতিনিধি,…..জগন্নাথপুরে তক্ষকসহ রিপন মিয়া(২৫) নামক এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ ।
সুত্রে জানা যায়,ঙ্গলবার(২৫ ডিসেম্বর)দিবাগত গভীর রাতে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাটকুড়া গ্রাম নিবাসী সুনু মিয়ার ছেলে রিপন মিয়া (২৫)কে তক্ষক সহ গ্রেফতার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার এসআই ফাত্তাহ’র নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতারী পরোয়ানা ভূক্ত এক আসামীকে ধরতে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় রিপন মিয়ার কক্ষে একটি তক্ষক দেখতে পায় পুলিশ। পরে তক্ষকসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী জানান, তক্ষক সহ গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Related