জগন্নাথপুরে তথ্য ও প্রযুক্তি দিবস উপলক্ষে র্যালি
মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর প্রতিনিধি,…. জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১২ ডিসেম্বর)দুপুরে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে এক বিশাল র্যালি জগন্নাথপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকলেচ্ছুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার , উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, এস আই কবির আহমদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিপ্তর উপজেলা শাখার সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, উপজেলা টেকন্যাশিয়ান অরূপ সরকারসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। বিকাল ৩টায় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।