মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর প্রতিনিধি, জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জের ধরে মা-ছেলেকে মারপিটের পর এবার বেড়া দিয়ে বিকাশ রায় রিকুর রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ বিস্ব রায়ের লোক জন। এ ঘটনায় চলাচলের রাস্তা না থাকায় একটি পরিবার জিম্মি হয়ে পড়েছে।
জানাগেছে, দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর পৌর এলাকার বাড়ী জগন্নাথপুর নিবাসী গাড়ি চালক বিকাশ রায় রিকু ও একই গ্রামের বিশ্ব রায় এবং প্রফুল্ল রায়ের লোকজনের মধ্যে অনেক দিন ধরে জায়গা- জমি নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছে।
এরই জের ধরে গত শনিবার(৬ জানুয়ারি) প্রতিপক্ষ বিকাশ রায়ের হামলায় দিন মজুর বিকাশ রায় বিকু ও তার বৃদ্ধা মা আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আহত গাড়ি চালক বিকাশ রায় বিকু বাদী হয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের আলোকে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসার পর বিকুর বাড়ির রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয় প্রতিপক্ষ বিশ্ব রায় ও তার লোকজন।
বর্তমানের বিকুর পরিবারের লোকজন রাস্তা বন্ধ থাকায় বাড়ি থেকে বের হতে পারছে না। বিগত ৬ দিন ধরে তারা প্রায় জিম্মি অবস্থায় জীবন-যাপন করছেন।
শুক্রবার (১২ জানুয়ারি) সরজমিনে দেখা যায়, বাঁশের নতুন বেড়া দিয়ে বিকুর বাড়ির রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। যে কারণে বিকুর বাড়িতে যাওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে বিকাশ রায় বিকু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যাওয়ার পর প্রতিপক্ষের লোকজন বেড়া দিয়ে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। যার ফলে আমরা প্রায় জিম্মি অবস্থায় আছি। এ ব্যাপারে স্থানীয় পৌর কাউন্সিলর ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক জানান, সহায় সম্বলহীন রিকুর পরিবারের লোকজনকে মারপিট সহ নানাভাবে হয়রানী করছেন বিশ্ব রায় ও তার লোকজন।
এ ব্যাপারে জানতে বিশ্ব রায়ের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার সাথে যোগাযোগ করা সম্বব হয়নি।