জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্র আহত
মোঃ হমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধি,…….
পূর্ব বিরোধের জের ধরে জগন্নাথপুরে রাতের আধাঁরে প্রতিপক্ষের হামলায় রাজেল(১৬) নামক এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানাযায়,বুধবার(১৩ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ৮ ঘটিকার দিকে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া পন্ডিতা গ্রাম নিবাসী সুফি মিয়ার ছেলে এসএসসি পরীক্ষার্থী মোঃ রাজেল(১৬) মিয়া প্রাইভেট পড়া থেকে বাড়ী ফেরার সময় রাস্তায় অতপেতে থাকা একই গ্রামের প্রতিপক্ষ ছানাফর আলী লোকজন নিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করেছে।আহত স্কুল ছাত্র রাজেলকে রাত ৯টায় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।
এলাকাবাসী সূত্রে জানাযায়, চিলাউড়া পন্ডিতা গ্রামের সুফি মিয়ার সাথে একই গ্রামের ছানাফর উল্যাহ গং দের আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।