স্টাফ রিপোর্টার, জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত হয়েছেন বলে খবর পাওয়াগেছে। জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
বিস্বস্ত সুত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের ব্যবসায়ী বিশ্ব রায় ও গাড়ি চালক বিকাশ রায়ের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছে। এরই জের ধরে শনিবার ৬ জানুয়ারি) দুপুরে প্রতিপক্ষের হামলায় গাড়ি চালক বিকাশ রায় বিকু (৪০) ও তার মা বিন্দু রাণী রায় (৮০) আহত হয়েছেন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পৌর কাউন্সিলর ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক বলেন, জায়গা জবর দখল নিয়ে প্রতিপক্ষের লোকজন তাদেরকে মারপিট করেছে।