জগন্নাথপুরে বছরের একদিন দূর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম
মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর প্রতিনিধি,…..
জগন্নাথপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম বছরের এক দিনের মধ্যে সীমাবদ্ধ। বছরের শুধু ৯ ডিসেম্বর দিনটি ছাড়া আর কোন কার্যক্রম যেন তাদের নেই।
শনিবার(৯ ডিসেম্বর) শনিবার সকালে প্রতি ছরের ন্যায় এবারও আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধব কর্মসুচী পালন করা হয়েছপ। পরে উপজেলা সম্মেলন কক্ষে দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়, আনসার ভিডিপি’র প্রশিক্ষক জিল্লুর রহমান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রোহেনা বেগম প্রমুখ।
প্রকাশ,জগন্নাথপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের পর থেকেই তাদের কোন কার্যক্রম নেই। কমিটি খাতা-কলমেই সীমাবদ্ধ।