জগন্নাথপুরে বাকবিশিস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধি,……..
বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে
বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক প্রভাষক মাহমুদ সুলতান এর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক জহিরুল ইসলামের পরিচালনায় জগন্নাথপুর পৌর শহরের মাদিহা প্লাজায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন প্রভাষক আবু তাহের রানা, প্রভাষক নিয়াজ আহমদ ভূঁইয়া, প্রভাষক জয়নাল আবেদীন, প্রভাষক মির্জা আমিনুল হক, প্রভাষক সারজিমা বেগম ইমা, প্রভাষক মমতাজ নাছরীন প্রমুখ।
সভায় বক্তারা বিজয় দিবস উদযাপন সম্পর্কে আলোচনা করেন এবং বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জগন্নাথপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি যথা সময়ে গঠনের লক্ষ্যে গুরুত্বারোপ করেন। এছাড়া বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অসঙ্গতির চিত্র তুলে ধরে এ থেকে উত্তরণের জন্য বিভিন্ন মতামত ব্যক্ত করেন।
Related