জগন্নাথপুরে রাস্তার কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ
জগন্নাথপুরের রানীগঞ্জ-শিবগঞ্জ সড়কের প্রায় ২১০০ মিটার পাকা সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নবাসীর বহুল প্রত্যাশিত রানীগঞ্জ-শিবগঞ্জ সড়কের প্রায় ২১০০ মিটার পাকা সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। সড়কের বক্স ভরাটের নামে নিম্নমানের ইট ও বালু দিয়ে কাজ করা হচ্ছে। যার ফলে সড়কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার পড়েছেন অত্র এলাকার জন সাধারন।
জগন্নাথপুর এলজিআইডি অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ‘গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রানীগঞ্জের ইসলামপুর হতে আছিমপুর পর্যন্ত ২১০০ মিটার সড়ক প্রায় ১ কোটি ১০ লাখ টাকার কাজ পেয়েছেন সুনামগঞ্জের ঠিকাদার মাহবুব আলম।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সরেজমিন ঘুরে দেখা গেছে,রানীগঞ্জ-শিবগঞ্জ সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলছে। যেভাবে কাজ করা হচ্ছে তাতে মাস খানেক চলার পর রাস্তাটি ভেঙ্গে পরার সম্ভবনা রয়েছে। এ ব্যাপারে ইসলামপুর গ্রামের মোঃ দুদু মিয়া, কাসেম মিয়া ও আছিমপুর গ্রামের আব্দুল জলিল সহ অনেকে জানান,দায়িত্ব থাকা মানুষদের ম্যানেজ করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার। স্থানীয় বাসিন্দারা আরো জানান, নির্মাণ শ্রমিকরা জানিয়েছে এ ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই। রাস্তাটির বক্স ভরাটের পর মাটি বসানোর জন্য রুলার ব্যবহার না করে ট্যাফে ট্রাক্টর (কুত্তা গাড়ী) ব্যবহার হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সত্য বলে মনে হচ্ছে। আমরা চাই রানীগঞ্জ-শিবগঞ্জ বাজারের রাস্তার কাজ সঠিক ভাবে হউক। এ ব্যাপারে রাস্তার কাজের ঠিকাদার মোঃ মাহবুব প্র জানান, রাস্তার কাজ যেভাবে করার কথা সেভাবে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা ইঞ্চিনিয়ারের সাথে কথা বলুন।
জগন্নাথপুর এলজিইডির ইঞ্চিনিয়ার মোঃ রফিকুল ইসলাম সাথে যোগাযোগে তিনি বলেন, রাস্তার কাজের খোজ খবর নিয়ে দেখছি।