জগন্নাথপুরে রাস্তা বিহীন পরিত্যক্ত কালভার্ট
মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর প্রতিনিধি,….
জগন্নাথপুরে একটি কালভার্টের এপ্রোচে মাটি না থাকায় দীর্ঘ প্রায় এক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।রাস্তা বিহীন কালভার্টটি জনগণের কোন কাজে আসছে না। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর পৌরসভা ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের সীমানায় অবস্থিত ইসলামপুর (আলখানারপাড়) গ্রাম।এ গ্রামের একটি খালে বিগত বছর বিএডিসি কর্তৃক একটি কালভার্ট নির্মাণ করা হয়। কালভার্টটি নির্মাণ করা হলেও এপ্রোচে মাটি ফেলা হয়নি। যে কারণে দীর্ঘ প্রায় এক বছর ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শুক্রবার সরজমিনে দেখা যায়, রাস্তা বিহীন কালভার্টের নিচ দিয়ে স্থানীয় জনগণ চলাফেরা করছেন।
এদিকে জগন্নাথপুর স্লুইচগেইট এলাকা থেকে প্রায় এক কিলোমিটার রাস্তার নাজুক অবস্থার কারণে যুগযুগ ধরে অত্র অঞ্চলের জনগণ ভোগান্তির শিকার হয়ে আসছেন।
এ ব্যাপারে ইসলামপুর (আলখানার পাড়) গ্রামের বাসিন্দা অনেকেই ক্ষোভের সহিত বলেন,জাতীয় কিংবা স্থনিানীয় নির্বাচনের সময় রাস্তাটির উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও জনপ্রতিনিধি সহ কেউ কথা রাখেন না। এ গ্রামের উন্নয়নে কেউ এগিয়ে আসেনি।
Related