জগন্নাথপুরে রোকেয়া দিবস পালিতঃজয়িতাদের সংবর্ধনা প্রদান
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধি,…
জগন্নাথপুরে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক উনু মিয়ার পরিচালনায়” জয়িতাদের অন্বেষণে বাংলাদেশ ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক কর্মকর্তা অরুপ সরকার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান,উপজেলা ফায়ার সার্ভিস লিডার নব কুমার সিংহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী, মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, জগন্নাথপুর উপজেলা প্রেসকাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া প্রমূখ। সভায় বিভিন্ন পর্যায়ে সফল নারী মার্জিয়া বেগম, অর্পনা দাস ও রোকসানা বেগম সহ ৩ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
Related