মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর প্রতিনিধি, জগন্নাথপুরের সৈয়দপুর অালিম মাদরাসা অাজ থেকে ফাজিল (ডিগ্রী) মাদরাসায় নামকরণ করা হয়েছে। ২০১০ সাল থেকে মাদরাসাকে ফাজিল পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে পর পর ২ বার ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্ঠিয়া কর্তৃপক্ষ পরিদর্শন করে অনুমতি দিতে পারেনি। অবশেষে ইসলামি অারবী বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সালে ফাজিলের অাবেদনের প্রেক্ষিতে দীর্ঘ দিন অপেক্ষার পর আজ মঙ্গলবার( ২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাদরাসায় ফাজিল শ্রেণীর অনুমতি পত্র প্রদান করেন।
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুরের সৈয়দপুর অালিম মাদ্রাসা ফাজিল (ডিগ্রী) পর্যায়ে উন্নীত লাভ করায় এলাকাবাসী অানন্দিত।