মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর প্রতিনিধি # জগন্নাথপুরে চাঞ্চল্যকর কলেজ ছাত্রী রুমেনা ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী ইউনুস মিয়া(২৫)কে অবশেষে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বিশ্বস্ত সুত্রে জানাযায়,রোববার(১৪ জানুয়ারি) বিকালে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান-২ এর নেতৃত্বে একদল পুলিশ সুনামগঞ্জ জেলা সদরে অভিয়ান চালিয়ে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ছকাছিমপুর গ্রামের আবু মিয়ার ছেলে ইউনুছ মিয়া(২৫)।কে সুনামগঞ্জ কোর্টের পার্শ্ববর্তী এলাকা থেকে গ্রেফতার করেছে।সে দীর্ঘ দিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আত্বগোপনে ছিল।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে
উল্লেপ, বিগত ১৭ সালের ২৫ জুলাই জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের কৃৃষক আখলুছ মিয়ার মেয়ে জগন্নাথপুর ডিগ্রী কলেজের ছাত্রী রুমেনা বেগমকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে জোরপূর্বক ধর্ষণ করে কথিত বখাটে যুবক ইউনুছ মিয়া(২৫)। ৩১ জুলাই লজ্জায় ও অপমানে রুমেনা বিষপানে আত্মহত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই জুনেদ মিয়া ৬ জনের বিরুদ্ধে ধর্ষনের পর হত্যার প্ররোচনার দায়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার প্রায় ৫ মাস পর পুলিশ গোপন সংবাদের ভিত্ত্বিত্বে ইউনুছকে গ্রেফতার করেছে।
Related