জগন্নাথপুর – তেলিকোনা সড়কে লেগুনার চাপায় স্কুল ছাত্র আহত
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধি,……
জগন্নাথপুর-তেলিকোনা সড়কে যাত্রীবাহী লেগুনার চাপায় মামুন (১০) নামের এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে।
স্বৃানীয় সুত্রে জানাযায়, বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর ) সন্ধ্যার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-তেলিকোনা সড়কের কামারখাল হাসপাতাল সংলগ্ন এলাকায় সড়ক পারপার হতে গিয়ে জগন্নাথপুর থেকে ছেড়ে যাওয়া দ্রুতগ্রামী একটি লেগুনার নিচে চাপা পড়ে কামারখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র কামারখাল গ্রাম নিবাসী ছাবু মিয়ার ছেলে মোঃ মামুন আহমদ (১০ ) গুরুতর আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত লেগুনার চালক শক্তিয়ারগাঁও গ্রাম নিবাসী আলেক মিয়া রোগীর আত্বীয়- স্বজনের পাশাপাশি তাঁর চিকিৎসা দেখভাল করছেন বলে জানাগেছে।