সিলেটের আলো : সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। জনগণের দুঃখ দুর্দশা লাঘবে সরকার সব সময় আন্তরিক। যে কোন দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে। ফলে জনগণ উপকৃত হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সরকারের পক্ষ থেকে ত্রাণ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসী ভাইদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী শুক্রবার ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উত্তর কুশিয়ারা ইউনিয়নের প্রশাসক আব্দুল্লাহ আল শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উত্তর কুশিয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম পংকি, সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রিজু, উত্তর কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ আলী, ছাখন মিয়া, নাছির উদ্দিন, সমছ উদ্দিন, মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, আব্দুল আহাদ, শাহ আলম শাহজাহান, সুহেল আহমদ, চৌধুরী হেলাল, সেকুল ইসলাম, রাখান উদ্দিন, মুহিবুর রহমান, হীরা মিয়া, খালেদ মাহমুদ, রুজেল আহমদ, নিতাই রায়, নজরুল ইসলাম, শাহজাহান আহমদ, জামাল উদ্দিন প্রমুখ। এছাড়াও এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী উত্তর প্রবাসী হাজী লুদু মিয়ার পক্ষ থেকে স্থানীয় কটালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কুশিয়ারা ইউনিয়নে বন্যা দুর্গতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর আগে কুশিয়ারা ইউনিয়নের ধনারামে আব্দুল কাদির ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের পৃষ্ঠপোষক প্রবাসী লুৎফুর রহমান, বালাগঞ্জ থানার ওসি এস এম জালাল, গেদু মিয়া, চেরাগ মিয়া, আলতাফ হোসেন, হেলাল মিয়া, বাছন মিয়া, এলাই মিয়া, আসিক আলী, নানু মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম, রুহুল ্আমীন রুহেল, বাবুল দাস, রায়হান আহমদ, আব্দুল মোক্তাদির। পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী পশ্চিম গৌরীপুরে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী লোকদের মধ্যে কার্ড বিতরণ করেন।