সঙ্গীতাঙ্গনে জনপ্রিয় জুটি হাবিব ওয়াহিদ ও ন্যানসির দ্বৈত কণ্ঠে অনেক গান দর্শক- শ্রোতাদের মুগ্ধ করেছে। এ জুটির গান হৃদয় ছুঁয়ে যায়। সঙ্গীত জগতে দুজনের পথ চলা প্রায় একই সময়ে। তারকা খ্যাতি, জনপ্রিয়তা, সবই একসাথে অর্জন করেছেন। অনেক দিন পর এ জুটি আবারও গান নিয়ে হাজির হচ্ছেন। তাদের দ্বৈত কণ্ঠে গান প্রকাশিত হচ্ছে। সম্প্রতি গান দুটির রেকর্ড স¤পন্ন হয়েছে ধানমন্ডিতে অবস্থিত হাবিব ওয়াহিদের স্টুডিওতে। ন্যানসি বলেন, সর্বশেষ হাবিব ভাইয়ের সঙ্গে গোলাপের দিন শিরোনামের একটি গান করেছিলাম। সেটি ছিলো বেশ দীর্ঘ একটা বিরতির পর। শ্রোতারা গানটিকে ভালোবেসে হৃদয়ে নিয়েছেন। সেই ধারাবাহিকতায় আরও দুটি গান নিয়ে হাজির হচ্ছি। চমৎকার কথায় হাবিব ভাইয়ের মিষ্টি সুর-সংগীতের ছোঁয়া থাকছে। আশা করছি, এই দুটি গানও পছন্দ করবেন শ্রোতারা। শিরোনাম ঠিক না হওয়া দুটি গানের একটি লিখেছেন গুঞ্জণ রহমান, অন্য গানটির গীতিকার সুহৃদ সুফিয়ান। দুটি গানেরই সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ। শিগগিরই গান দুটি বাজারে আসবে। উল্লেখ্য, ২০০৫ সালের শেষ দিকে এস এ হক অলিকের হৃদয়ের কথা সিনেমার মাধ্যমে হাবিব-ন্যান্সি জুটির যাত্রা শুরু হয়। সিনেমাটিতে হাবিবের সুর ও সংগীতে কণ্ঠ দেন ন্যান্সি। তবে হাবিব ও ন্যান্সি জুটির প্রকাশিত প্রথম গান অলিকের আকাশ ছোঁয়া ভালোবাসা সিনেমার মাধ্যমে। এরপর থেকে এখন পর্যন্ত অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তারা। প্রজাপতি সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছে এ জুটি।