সিলেটের আলোঃ জাতীয় পার্টির প্রবীণ নেতা মোকবুল হোসেন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। আজ রোববার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, গতকাল শনিবার (২২ আগস্ট) সকালে বুকে ব্যাথা অনুভব করলে প্রথমে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হলে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজার নামাজ আজ রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টায় আলমপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।