বিশ্বনাথ প্রতিনিধি : ‘জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শাহাদৎ বার্ষিকী পালনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের প্র¯ুÍতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান’র সভাপতিত্বে গতকাল শনিবার দুপুরে আল-হেরা শপিং সিটি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলেই জাতির জনকের হত্যাকারীদের বিচার ও রায় কার্যকর করা হওয়ায় জাতি হয়েছে কলঙ্কমুক্ত। আর বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ রয়েছে উন্নয়নের মহাসড়কে। শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে অতীতের ন্যায় ভবিষ্যতেও বাস্তবায়িত হবে সকল উন্নয়ন কর্মকান্ড এবং ঐক্যবদ্ধ থাকবে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে ১৬ আগষ্ট বিশ্বনাথে ‘জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া-মিলাদ মাহফিল ও আলোচনা সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া উপজেলার ৮ ইউনিয়নে পৃথকভাবে ‘আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে’ দোয়া-মিলাদ মাহফিল ও আলোচনা সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সমছু মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, ত্রান ও দূর্যোগ সম্পাদক ফজলু মিয়া, আওয়ামী লীগ নেতা আবদুল জলিল জালাল, প্রবাসী মাহবুব মিয়া।
বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত আলী, দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, অলংকারী আওয়ামী লীগের সভাপতি আরশ আলী, দেওকলস আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিনন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপন, খাজাঞ্চী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, দশঘর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার, লামাকাজী ইউপির প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সাধন চন্দ্র দাশ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নিখিল পাল, কৃষি সম্পাদক আবদুল মান্নান, সদস্য মিহির চন্দ্র দাশ, আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম, শের আলী, শাখাওয়াত হোসেন, আক্তার হোসেন জুনেদ, আবুল খয়ের লালা মিয়া, আবদুল মতিন, মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আরশ আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, যুবলীগ নেতা নিজাম উদ্দিন, গিয়াস উদ্দিন, তৈমুছ আলী, মনোহর হোসেন মুন্না, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শিপন আলী, যুগ্ম সম্পাদক জামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাবেদ হাসান আবদার, রাজন মিয়া, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, পরিমল দে, সুহা মিয়া, আবদুল বাছিত, জিলাদ আহমদ, রুহেল আহমদ প্রমুখ।