জালালাবাদ থানা রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন
সিলেটের জালালাবাদ থানা রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১ মে) সকালে এক বর্ণাঢ্য র্যা লি বের করা হয়। র্যা লিটি সিলেট নগরীর আখালিয়া থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিকাবীবাজার এসে শেষ হয়।
র্যা লি শেষে কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামের মুক্তমঞ্চে এক শ্রমিক সমাবেশে অনুষ্ঠিত হয়।
জালালাবাদ থানা রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি উমর আলী ভান্ডারীর সভাপতিত্বে ও সহ-সাধারণ মোঃ ইকবাল হাছানের পরিচালনায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক মোঃ মোশাহিদ মিয়া, সহ-প্রচার সম্পাদক রুহুল আমিন, লাইন সম্পাদক মোঃ তৌফিকুর রহমান, সহ-লাইন সম্পাদক মিয়াধন আলী, কোষাধ্যক্ষ মোঃ আমির উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ মো বজলু মিয়া, দফতর সম্পাদক মো রফিকুল ইসলাম, সহ-দফতর সম্পাদক নুরুল হক প্রমুখ।- প্রেসবিজ্ঞপ্তি