স্টাফ রিপোর্টার : সিলেট কুশিয়ারা মিডিয়া এসোশিয়েশনের এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর তালতলা এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ২১ সদস্যের মতামতের ভিত্তিতে ছয়ফুল আলম পারুল কে বগুড়া টিভি ইউটিউব চ্যানেল এর পরিচালক নির্বাচিত করা হয় । এসময় পরিচালক পারুল বলেন,২০০৭ সাল থেকে বগুড়া টিভি ইউটিউব চ্যানেল পরিবার শিক্ষানীয় মুলক ও ভালো মানের নাটক দর্শকদের মাঝে উপহার দিয়ে আসছে । বগুড়া টিভি ইউটিউব চ্যানেল মানেই দর্শকের বিনোদনের খোরাক । যে কোন সময় আমরা আমাদের নাটকের অভিনয় শিল্পীকে কোন কারন ছাড়ায় বাতিল করতে পারি। যখন যার প্রয়োজন হবে তখন তাকে নিয়ে নাটকে অভিনয় করা হবে। এ সময় উপস্থিত ছিলেন,কমিটির অন্যতম সদস্য আনিসুর রহমান,সাইস্তা মিয়া,হৃদয়,সালমা,প্রিয়া,সাইফুর,তাজ,সোমা,মালেক প্রমুখ।