সিলেটেরআলো ডেস্কঃ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকীতে পল্লীমাতা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির আহ্বানে সিলেটের বিভিন্ন স্থানে কোরআন খতম দোয়া মাহফিল ও কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান ডালিমের উদ্যোগে সিলেটের আদি মুসলমান বাদ জোহর হযরত বুরহান উদ্দিন (রহ.) মাজারস্থ মাদ্রাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শায়েখ নাসির উদ্দিন। এ সময় অসুস্থ বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির রোগমুক্তি কামনা করা হয়। গতকাল জৈন্তাপুরের চিকনাগুলে আরেকটি কার্যালয়ের উদ্বোধন করা হয়। বিকাল ৫টায় গোয়াইনঘাট ও জৈন্তাপুরের জিরো পয়েন্ট সারিঘাট এলাকায় দলের কার্যালয় উদ্বোধন করে প্রয়াত পল্লীবন্ধু ও জাতীয় পার্টির চেয়ারম্যানের রূহের মাগফেরাত কামনা করে কোরআন খতম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় জাতীয় পার্টির নেতা আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্র সমাজ নেতা মুজিবুর রহমান ডালিম। এতে উপস্থিত ছিলেন বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সাবেক ছাত্রনেতা ছালেহ আহমদ, জৈন্তাপুর উপজেলা ছাত্র সমাজের সদস্য সজিব রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক পার্টির নেতা সাইফুল ইসলাম, জাপা নেতা মোহাম্মদ কুদরত। উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুলসহ জৈন্তা কেন্দ্রীয় সাংবাদিক পরিষদের সদস্য সুহেল আহমদ। দোয়া পরিচালনা করেন বাজার মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান, মাওলানা সোনাফর আলী ও মাওলানা আব্দুল করিম।
এদিকে কানাইঘাট উপজেলার বড় চতুলে রাত ৮টায় জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন করেন মুজিবুর রহমান ডালিম। এ সময় পল্লীবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর মেম্বারের সভাপতিত্বে সিরাজুল হক মেম্বারের পরিচালনায় এতে স্থানীয় জাতীয় পার্টি, যুবসংহতি ও ছাত্র সমাজের নেতারা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।