বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ৫ম ডেফোডিল কুইজ প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে।
শনিবার (০৫ জুলাই) সকাল থেকে উপজেলার দশঘর এনইউ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়। চূড়ান্ত প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার।
ইউএনও বলেন, জ্ঞানের বিকাশের জন্য কুইজ প্রতিযোগীতার গুরুত্ব অপরিসীম। এধরণের প্রতিযোগীতায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীরা নানান বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে।
তিনি বলেন, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ-মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ বন্ধ ও জঙ্গিবাদ-মাদক মুক্ত সমাজ গড়তে শিক্ষার্থী-যুবকদেরকেই এগিয়ে আসতে হবে সর্বপ্রথমে।
প্রতিযোগীতায় দশঘর এনইউ উচ্চ বিদ্যালয় ১ম স্থান, চান্দভরাং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ২য় স্থান, মনিংস্টার একাডেমী ৩য় স্থান ও শাহজালাল আদর্শ উচ্চ বিদ্যালয় ৪র্থ স্থান অধিকার করেছে। প্রতিযোগীতায় মর্ডারেটরের দায়িত্ব পালন করেন ইলিয়াস আলী ও দিলশাদ আহমদ।
ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম রেজার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বকুল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর এনইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামালউদ্দিন, লার্নিং পয়েন্টের প্রতিষ্ঠাতা মঈনউদ্দিন, বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেল, ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি তন্ময় দেব রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী মফজ্জুল আলী, দশঘর এনইউ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রায়হান আহমদ, বিশ্বনাথ বন্ধুসভার সভাপতি প্রবীর কান্তি দে পিংকু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, সাংবাদিক রুহেল উদ্দিন।
পুরস্কার বিতরণ শেষে সোহেব আহমদ’কে সভাপতি, আক্তার হোসাইন’কে সাধারণ সম্পাদক ও জুমন আহমদ’কে সাংগঠনিক সম্পাদক করে ডেফোডিল এসোসিয়েশনের দশঘর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী, বর্তমান সহ সভাপতি এমদাদ হোসেন নাইম, কোষাধ্যক্ষ রাজেক আহমদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।