নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার খাটকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ছয়ফুল আলম পারুল গত ১১ই জুন ২০২০ টানা ৩৪বছর বর্ণাট্য শিক্ষকতা জীবন শেষে সরকারি চাকুরির যবনিকা টানলেন। এই করোনা আপদকালীন সময়ে স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নিজ স্কুলে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়।অনুষ্ঠানে সভাপতির আসনে ছিলেন বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃইরান হোসেন । উপস্থিত বক্তারা তাঁর কর্মজীবনের আলোচনা করতে গিয়ে বলেন তিনি ছিলেন একজন সৎ নিষ্ঠাবান, কর্মপাগল একজন আদর্শ শিক্ষক। শিক্ষকতা শুধুমাত্র তাঁর পেশা ছিলনা নেশাও ছিল বটে।রাত ভর বাড়ি-বাড়ি পায়ে হেঁটে শিক্ষার্থীদের পড়াশুনার খোঁজ-খবর রাখতেন এবং বিনাপয়সায় পড়াতেন,বর্তমান সমাজে এমন দৃষ্টান্ত বিরল।এই মাহান কর্মপাগল শিক্ষকের অনুপস্থিতি অত্র বিদ্যালয় হাড়ে-হাড়ে অনুভব করবে। অত্র বিদ্যালয়ের সহকর্মীদের বক্তব্যে উঠে আসে বিদায়ী শিক্ষক ছিলেন একজন সুদক্ষ শিক্ষক নেতা দীর্ঘ ২০ বছর শরীফগঞ্জ ইউনিয়নের প্রাথমিক শিক্ষক এসোসিয়েশনের নির্বাচিত সেক্রেটারী ও সভাপতির দায়িত্ব পালন করেণ। তিনি ছিলেন গোলাপগঞ্জ উপজেলার ইংরেজি বিষয়ের একজন মাস্টার ট্রেনার,বিষয় ভিত্তিক প্রশিক্ষণে অত্যন্ত সুকৌশলে শিক্ষকদেরে পাঠদানে সক্ষম ছিলেন। প্রায় প্রতিটি সাব-ক্লাস্টার প্রশিক্ষণে তিনি সহায়কের দায়িত্ব পালন করতেন।বক্তারা জানান বর্তমান সময়ে এ শূন্যতা পুরণ হবার নয়।বিভিন্ন বক্তব্যে উঠে আসে তিনি শুধুমাত্র শিক্ষক নয় একজন কবি, কলামিস্ট, নাট্যলেখক ও নাট্য পরিচালকও বটে।তাঁর নির্মিত ও অভিনিত ২৪টি নাটক স্বীয় অনলাইন ইউটিউব চ্যানেলে বিদ্যমান। গত বইমেলায় তাঁর কাব্য গ্রন্থ “বিস্বাদে আচ্ছাদন” প্রকাশিত হয়েছে। এই বহুমুখী প্রতিভাধর শিক্ষকের অবসরে সকলেই মোহ্যমান ছিলেন। অনুষ্ঠানে উস্থিত ছিলেন অত্রবিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক গণ,কিছু প্রাক্তন শিক্ষার্থী, তরুণ সমাজ কর্মী জনাব জহিরুল ইসলাম, অবলোকিত খাটকাই সমাজকল্যাণ সংস্থার কর্ণধার জনাব জাবেদুর রহমান রিপন, পশ্চিম খাটকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ,এস,এম মকররম আলী, অত্রবিদ্যালয় এলাকার গণ্যমান্য ব্যক্তবর্গ ও এস,এম সির সকল সদস্য বৃন্দ। সকলেই বিদায়ী শিক্ষকের অবসর জীবনের সুশান্তি ও দীর্ঘায়ূ কামনা করেন। অবশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।