আরিফ হাসান, স্টাপ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকেল উপজেলায় ১২ বোতল ফেনসিডিলসহ শ্রী চন্দন কুমার বসাক (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ ১নং ওয়ার্ড রাণীশংকেল পৌরসভা থেকে তাকে আটক করে পুলিশ।আটক শ্রী চন্দন কুমার বসাক রাণীশংকেল উপজেলার ১নং ওয়ার্ড রাণীশংকেল পৌরসভা রবি চন্দ্ররের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানা পুলিশ