সাথী : তিনি স্বপ্নচারী স্বপ্ন দেখেন স্বপ্ন নিয়েই বেঁচে আছেন সাংবাদিক,অভিনেতা এম.এ.সাবলু হৃদয়। তাঁর ইচ্ছা সৌভাগ্যের সোনালী সূর্যটাকে ধরতে। শ্রম ও মেধা দিয়ে চাকুরীর পাশাপাশি জীবনের উদ্দেশ্যকে সফল করতে সম্মুখ পানে এগিয়ে যাচ্ছেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা টেপাগাড়ী গ্রামে তার জন্ম। পিতার নাম আব্দুর রহিম মন্ডল মাতা রমিছা বেগম, ৪ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। প্রথমে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক আজ ও আগামীকাল পত্রিকায় কবিতা,কৌতুক,গল্প প্রবন্ধ লেখার পাশাপাশি বগুড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক যাযাবর প্রত্রিকার স্টাপ রিপোর্টার হিসাবে কাজ করেন। পরে দৈনিক দূর্জয় বাংলা পত্রিকায় নিজস্ব প্রতিনিধি যোগদান করেন। ৩ বছর কাজ করার পর তিনি দৈনিক উত্তরাঞ্চল ও জাতীয় দৈনিক সমকাল পত্রিকায় কাজ করেন,সেই সাথে নিজ সম্পদনায় সাপ্তাহিক সোনালী উপহার/ধারাপাত নামক পত্রিকা বের করেন। ২০০৭ সালে ব্র্যাকে চাকুরি নেন এবং যোগদান করেন সিলেটে। চাকুরির পাশাপাশি নাটকে অভিনয় ও পরিচালনায় করে দর্শক শ্রেতাদের মন জয় করেন। বর্তমানে সিলেট কুশিয়ারা মিডিয়া এসোশিয়েশন এর সাধারন সম্পাদক পদে আছেন। নাটক,টেলিফ্লিম নির্মাণাধীন প্রতিষ্ঠান জাহান মিডিয়া প্রডাকশনের চোয়ারম্যান। এই নাট্য পরিচালকের বাজারের পাওয়া যাচ্ছে অসংখ্য ভিডিও ক্যাসেট। অল্প সময়ের মধ্যে নাটকে অভিনয় এবং পরিচালনা করে অত্র এলাকার বিভিন্ন শহরে এমনকি লন্ডন,আমেরিকা,দুবাই,সৌদি আরবসহ বিভিন্ন দেশের দর্শক শ্রেতাদের হৃদয় মন জয় করে নিয়েছে। তিনি বলেন সিলেটবাসী সহযোগিতায় আজ আমি এত দুর আসতে পেরেছি আগামীতে সুন্দর ভাবে কাজ করার জন্য সিলেট ও দেশে / বিদেশের সকলের দোয়া ও সহযোগিতা চান।