January 23, 2025, 5:25 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’বেরিয়েছে ওসমানী হাসপাতালের নার্স আছমা আলহারামাইন থেকে বহিস্কার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে ব্যারিষ্টার এম এ সালামের মতবিনিময় সুনামগঞ্জের গামাইরতলা সীমান্তে ভুয়া পুলিশ সহযোগী সহ আইনশৃঙ্খলা বাহিনীর খাঁচাতে জনগনের কাছে তথ্য অধিকার আইন সম্পর্কে সঠিক ধারনা দিতে হবে: সিলেটে তথ্য সচিব সিলেটের যুব উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক শামীম “”বিদায় বেলায় ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা আর ভালোবাসা সিক্ত যিনি সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুললের সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দোয়া মাহফিল শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন দক্ষ সংগঠক ও অভিনয়শিল্পী কামাল জৈন্তাপুরে বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
তৌকির আহমেদের পরিচালনায় মারিয়া নূর

তৌকির আহমেদের পরিচালনায় মারিয়া নূর

সাথী আকতার বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া নূর। মাঝে মাঝে অভিনয় করে থাকেন তিনি। ঈদুল আজহাকে সামনে রেখে তৌকির আহমেদের পরিচালনায় ঈদের নাটকে অভিনয় করলেন মারিয়া নূর। ‘দম্পতি’ শিরোনামের এই নাটকে মারিয়া নূরের বিপরীতে দেখা যাবে সিয়াম আহমেদ।

‘লাক্স ভালোবাসার সৌরভের গল্প’-তে ‘দম্পতি’ প্রচারিত হবে আরটিভিতে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মারিয়া নূর বলেন, ‘গুণী পরিচালক তৌকির আহমেদের নাটকে অভিনয় করছি, এটাই দারুণ ব্যাপার। নাটকের গল্পটা ভালোবাসার। গল্প নিয়ে খুব বেশি কিছু বলব না। শুধু বলতে চাই খুব সুন্দর একটা গল্প। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন তৌকির আহমেদ। নাটকের শুটিং হয়েছে মহাখালীর ডিওএইচএসের নক্ষত্রবাড়ি ও উত্তরার মন্দিরাতে।’

বর্তমান ব্যস্ততা সম্পর্কে মারিয়া নূর বলেন, ‘এখন ব্যস্ততা যাচ্ছে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ উপস্থাপনা করছি। এইটা একটা লং প্রসেসের কাজ। এর বাইরে আরটিভিতে প্রতি শনিবার রাত শোয়া ১২টায় ‘লেট নাইট কফি’ সরাসরি উপস্থাপনা করছি। জিটিভিতে ‘ক্রিকেট থ্রি সিক্সটি’ উপস্থাপনা করছি। এদিকে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার খেলা ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে, খেলা নিয়ে অনুষ্ঠান উপস্থাপনায় ব্যস্ততা যাবে। ঈদের কিছু স্পেশাল শো উপস্থাপনা করলাম। এর মধ্যে ‘ডিরেক্টর ভার্সেস একট্রেস’ এইটা ঈদ অনুষ্ঠান মালায় প্রচারিত হবে এনটিভিতে। মাছরাঙা টেলিভিশনে উপস্থাপনা করলাম ‘স্টার নাইট’। আমার অতিথি ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। ঈদের আরো কিছু শো’এর শুটিং এখনো বাকি আছে। সব মিলিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছি’।

মারিয়া নূরকে কি সিনেমায় দেখা যাবে? প্রশ্নে জবাবে তিনি বলেন ‘উপস্থাপনা আমার প্রধান কাজ। স্পেশাল গল্প-ভালো পরিচালক হলে মাঝে-মধ্যে নাটকে অভিনয় করি। এ পর্যন্ত বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি। ‘এখানেই ডটকম’ বিজ্ঞাপনে কাজ করার পর থেকেই সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসতে শুরু করে। বিজ্ঞাপনটা একটু ফিল্মি ছিল আমার মনে হয় সেই কারণেই এমনটা হয়েছে। কিন্তু চিত্রনাট্য পছন্দ হয়নি বলে অভিনয় করে ওঠা হয়নি। গল্পনির্ভর সিনেমা পেলে অভিনয় করব। নাচ-গানে পরিপূর্ণ কোনো সিনেমায় অভিনয় করব না।

প্রসঙ্গত, মারিয়া নূর ২০০৯ সালে মিডিয়ায় ক্যারিয়ার শুরু করেন রেডিও জকি (আর জে) হিসেবে। টেলিভিশনে উপস্থাপিকা হিসেবে কাজ শুরু করেন ২০১২ সালে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com