সোমবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। সকাল পৌনে ১১টার দিকে কয়েকজন যুবক কেন্দ্রের তিন তলার একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে জাল ভোট দেয়া শুরু করে।
এসময় প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ, আনসার সদস্যরা বুথে ঢুকে তিন যুবককে আটক করেন।
প্রিজাইডিং কর্মকর্তা আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।