সিলেটের আলো : সিলেটের দক্ষিণ সুরমা থানার ভার্থখলা এলাকা থেকে শুক্রবার বিকেলে এক নারীসহ ২ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক, মোবাইল, নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে- সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া কোনাপাড়া গ্রামের মনফর আলীর ছেলে বখতার মিয়া (২৮) ও দক্ষিণ সুরমার ভার্থখলা স্বর্ণালী বি-৪৫ এর মো. শাহীন মিয়ার স্ত্রী সাবিহা বেগম(২৮)।
সিলেট মহানগর অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দল অভিযান পরিচালনা করে নারীসহ এক যুবককে আটক করে । এ সময় তাদের তল্লাশী করে ৩০৫পিছ ইয়াবা, ৬টি মোবাইলসেট, নগদ ১ লাখ ৩৩হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। আইন অনুযায়ী আসামী ও উদ্ধারকৃত মালামাল সম্পর্কে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মূসা।