সিলেটের দক্ষিণ সুরমা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সকালে দক্ষিণ সুরমা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত লায়লা নীরা।
মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের স্টল অংশ নিয়েছে।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) মোঃ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ভূমি অফিসার মাখন চন্দ্র সুত্রধর, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার রীমা দাস, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম রফু প্রমুখ।
এছাড়াও মেলায় দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।