সিলেটের আলো: দক্ষিণ সুরমায় ৪৭৪ পিস ইয়াবাসহ
মাদক বিক্রেতা আটক: দক্ষিণ সুরমার
হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে ৪৭৪ পিস
ইয়াবাসহ শামীম আহমেদ (২২) নামের এক
মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব।
আটককৃত শামীম চাঁদপুর জেলার শাহরস্তি
উপজেলার খিলবাজার গ্রামের নজরুল ইসলামের
ছেলে।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারি
পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এক সংবাদ
বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। ইয়াবাসহ
আটককৃত ব্যক্তিতে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর
করা হয়েছে বলেও জানান তিনি।