দক্ষিণ সুরমা উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা নুশরাত লায়লা নীরার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের নেতৃত্বে রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা সদর দপ্তরস্থ নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ক্লাব সহ-সভাপতি এমদাদুর রহমান চৌধুরী জিয়া, অর্থ সম্পাদক মোঃ সানোয়ার আলী, দফতর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এমরান ফয়সল।
সৌজন্য সাক্ষাতকালে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা নুশরাত লায়লা নীরাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাঁর সাথে আন্তরিক পরিবেশে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তার সহযোগিতা কামনা করেন। এসময় নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তাও দ্বায়িত্ব পালন কালে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।