দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বিজয় দিবস উদযাপন।
যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান বিজয়ের ৫১তম বার্ষিকী উদযাপন করেছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব। দিবসটি উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া নয়টায় ক্লাবের পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলা শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ সানওয়ার আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল উপস্থিত ছিলেন।
এরপর, দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন ক্লাব নেতৃবৃন্দ।