স্টাফ রিপোর্টার : স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের উদ্দ্যেগে এক বিশাল শোক র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি দক্ষিণ সুরমা মারকাজ পয়েন্ট হতে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
শোক র্যালী পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির আহবায়ক মো. জালাল উদ্দিন। যুগ্ম-আহবায়ক মো. লোকমান হোসেন ও রুহুল ইসলাম তালুকদার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগ নেতা, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, আওয়ামীলীগ নেতা, মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, সিলেট জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন মনু, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য তপন পাল, সিলেট জেলা যুবলীগ নেতা ও জেলা পরিষদ এর নির্বাচিত সদস্য মতিউর রহমান মতি, আওয়ামীলীগ নেতা তোয়াজ্জিদুল হক তুহিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-অর্থ সম্পাদক ওমর ফারুক ফরহাদ, সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহীন আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের নব গঠিত কমিটির আহবায়ক মিজানুর রহমান বাবেল, যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান ও সিনিয়র সদস্য আব্দুল আহাদ এবং দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খোকন বেগ, তারেক আহমদ জয়, বাবলু মিয়া, জাকির হোসেন, আলী হোসেন, আলী আহমদ, উসমান আলী, ফখরুল ইসলাম, ছালিক মিয়া সহ দক্ষিণ সুরমা উজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেত্রীবৃন্দ।
র্যালীতে দক্ষিণ সুরমা উপজেলার প্রতিটা ওয়ার্ড ও ইউনিয়নের যুবলীগ নেতাকর্মীর উপস্থিতিতে সকল ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন, নিজামুল কবির লিটন, ডা. আজিজ, তেরাব আলী, শাহজাহান আহমদ (সিলাম), ফয়ছল আহমদ, দুলাল আহমদ, জাবেদ আহমদ, অপু আহমদ, রায়হান আহমদ, রুকন আহমদ, রাজিকুর রহমান রাজিক, সাজু আহমদ, পাভেল খান, সুয়েব আহমদ, শাহান আহমদ, জাহেদ আহমদ, নুরুল ইসলাম, মামুন আহমদ, গাজী সুহেল, জুলফিকার আলী খোকন, খালেদ আহমদ, শাবলু আহমদ, নাজিম উদ্দিন রাসেল, মীর জামিল হোসেন, রুবেল আহমদ মিন্টু, ফয়েজ আহমদ পারভেজ, আবুল কাহের মিহির, মো. কামরান প্রমুখ।