গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের পরির্দশক অকিল উদ্দিন আহমদ ও এএসআই আলম মেহেদীর নেৃতত্বে ডিবি পুলিশের একটি টিম দক্ষিণ সুরমা থানাধীন পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫৮ লিটার চোলাই মদ সহ চার মাদক ব্যবসায়িকে আটক করে। আটক মাদক ব্যবসায়িরা বিভিন্ন স্থান হতে মাদক সংগ্রহ করে ঘটনাস্থল এলাকা সহ সিলেট শহরের বিভিন্ন মাদক সেবীদের নিকট তা বিক্রি করে থাকে।
মহানগর গোয়েন্দা পুলিশের পরির্দশক অকিল উদ্দিন আহম্মদ দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা ধারায় মামলা রুজু হয়