সিলেটে: আলো:: দক্ষিণ সুরমা লালমাটিয়া এলাকায় ফেঞ্চুগঞ্জ সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত সদস্যরা সিলেট গামি তিনটি সিএনজি গাড়িতে লুটপাট চালায়। ডাকাতের হামলায় আহত হয়েছে তিনজন।গত ২২ জুন শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় মোগলাবাজার থেকে সিলেট গামি সিএনজি লালমাটিয়া এলাকায় ডাকাতির কবলে পড়ে। ডাকাত সদস্যরা সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি চালককে জিম্মি করে যাত্রীদের সর্বস্ব লুটিয়ে নেয়। একই ভাবে সিলেট গামি মাইক্রোবাস ও পিক-আপ ভ্যানসহ ৩ টি যানবাহনে লুটতরাজ চালায় ডাকাতদল।
ডাকাতির কবলে পড়া যাত্রীরা জানায়,মোগলাবাজার থেক সিলেট যাবার পথে লালমাটিয়া এলাকায় ডাকাতের কবলে পড়েন তারা। এসময় গাড়িতে থাকা স্ত্রী, বোন, মাসহ তাদের শরীরে থাকা স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে ডাকাতরা।সিএনজির যাত্রীরা জানান, সাত থেকে আটজন ডাকাত সদস্য মুখবাধা অবস্থায় ডাকাতিতে অংশ নেয়। তাদের হাতে এসময় ধারালো অস্ত্রশস্ত্র ছিলো। ডাকাত সদস্যদের হামলায় তিনজন আহত হয়েছে।
যাত্রীরা অভিযোগ করেন, প্রতিদিন প্যারাইচক পির হাবিবুর রহমান চত্তর সংলগ্ন এলাকায় পুলিশের একটি টহল পার্টি থাকার কথা থাকলেও ডাকাতির সময় কোনো পুলিশ সদস্য ঘটনাস্থলে ছিলো না। আর এ কারণেই প্রায় আধাঘন্টা ধরে ডাকাত সদস্যরা নির্বিঘ্নে তাণ্ডব চালাতে সক্ষম হয়।
খোঁজ নিয়ে জানা গেছে,শুক্রবার ওই সড়কে টহলের দায়িত্বে থাকা মোগলাবাজার থানার কোনো টহল পুলিশের গাড়ী খুজে পাওয়া যায়নি।