মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর : দিনাজপুর প্রেসকাব সাহিত্য ও পাঠাগার বিভাগের আয়োজনে ” মাসিক সাহিত্য সভায় ” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় বিশিষ্ট কবি-সাহিত্যিক, দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস রচিত ১৬টি কবিতা সম্বলিত ৫ম কাব্যগ্রন্থ “ অন্তরলোকে অন্য মানুষ ”। ১৫ নভেম্বর, ১৯ শুক্রবার বিকেল ৪টায় দিনাজপুর প্রেসক্লাবে দিনাজপুর সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট কবি-সাহিত্যিক ড. মাসুদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর প্রেসকাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করতে গিয়ে বলেন – অসাম্প্রদায়ীক চেতনাকে কবি-সাহিত্যিকরা লালন করতে পারে। কবিদের হৃদয় হয় সুন্দর ও শুভ্র। তিনি বলেন – কাব্যগ্রন্থ বইটির গেটাপ-মেকআপ অত্যন্ত প্রশংসনীয়। কাব্যগ্রন্থের উপর আলোচনা করেন দিনাজপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলী ছায়েদ, বিএসডিএ’র নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুস সালাম, বিশিষ্ট লেখক জোবায়ের আলী জুয়েল, দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান। দিনাজপুর প্রেসকাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টুর সঞ্চালনায় উপস্থিত কবিরা স্ব-রচিত কবিতা পাঠ করেন – কমল কুজুর, ডাঃ মুহম্মদ শহীদুল্লাহ, এ্যাডঃ সৈয়দ কেরামত হোসেন, সতীর্থ রহমান, বেলাল উদ্দিন, নিরঞ্জন হীরা, মোঃ আমিনুল ইসলাম (আমিন), মোঃ মিজানুর রহমান (ডোফুরা), মোহাম্মদ হোসেন, মোঃ রবিউল আউয়াল (রবি) প্রমুখ। সাহিত্য সভায় কবি সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব আলী ও মোঃ কায়সার আলীসহ অন্যরা। মোজাম্মেল বিশ্বাস তার অনুভূতি ব্যক্তি করতে গিয়ে বলেন, অশৈশব কবিতা জীবনের অনুষদ। তাই একাকীত্ব মনে কবিতার সাথেই ভাব বিনিময় করে থাকে কবি। কবির প্রকাশিত অন্য চারটি কাব্যগ্রন্থ গুলো হলো – আঁধার পোড়ানো কোরাস (২০১১), শেকড়গুচ্ছের সবুজ ভ্রমণ (২০১৩), হৃদয়ঘাটে প্রেম যমুনার পদ্ম (২০১৫), বঙ্গবন্ধুর কাছে উত্তর প্রজন্মের চিঠি (২০১৫)।