দিনাজপুর অফিস : জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডিজাহান ডটকম ফ্যামেলী-ডে সেরা সাংবাদিক সম্মাননা প্রদান অনুষ্ঠান উপলক্ষে গত শুক্রবার বিডিজাহান আয়োজিত দেশের সেরা বিনোদন পিকনিক স্পট দিনাজপুরের স্বপ্নপুরীর ভি আই পি গ্যালারীতে এক বর্ণাঢ্য সভা অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রুহুল আমিন প্রধানের সভাপতিত্বে বিডিজাহান ডটকমের নিউজ এডিটর আতাউর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিডিজাহান ডটকমের সম্পাদক এম এ সাবলু হৃদয়। অন্যাদের মাঝে বক্তব্য রাখেন বিডিজাহান ডটকমের নির্বাহী সম্পাদক রশিদুর রহমান রানা,নওগাঁর আত্রায় প্রতিনিধি রুহুল আমিন, গাইবান্দা প্রতিনিধি ছাদেকুল ইসলাম রুবেল, স্টাফ রিপোটার রফিকুল ইসলাম,খলিলুর রহমান, তৌহিদ মন্ডল, দিনাজপুরের ফুলবারী প্রতিনিধি আফজাল হোসেন,নবাবগঞ্জ প্রতিনিধি সাজেদুল ইসলাম সাগর, বগুড়ার সারিয়ান্দি প্রতিনিধি মোজাহিদুল ইসলাম পলাশ, সাংবাদিক আব্দুস ছাত্তার,মিজানুর রহমানসহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগারীতে ৭জন সাংবাদিককে সম্মাননা এবং বিশিষ্ট ব্যক্তি ও অতিথিদের মহামুল্যবান বই উপহার দেওয়া হয়।