স্টাফ রিপোর্টার,..দিরাইয়ে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় বখাটের ছুরিকাঘাতে মুন্নী বেগম (১৯) নামক এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
ঘটনার বিবরনে জানাযায়, শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত সুনামগঞ্জ জেলাধীন দিরাই পৌর শহরের মাদানী মহল্লা এলাকার বাসা বাড়ীর রুমের ভিতর প্রবেশ করে একই এলাকার বখাটে প্রেমিক ইয়াহিয়া ছুরিকাঘাতে মুন্নীকে মারাত্বক জখম করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সে( মুন্নী)মৃত্যু বরন করেছে।
নিহত মুন্নী বেগম দিরাই উপজেলার জগদল ইউনিয়নের ইতালি প্রবাসী হিফজুর রহমানের মেয়ে। দিরাই উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এবছর সে এসএসসি পরীক্ষার্থী হিসেবে ফরম পূরণ করেছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মাদানী মহল্লার নিজ বাসায় লেখাপড়া করার সময় ইয়াহিয়ার ছুরিকাঘাতে মুন্নী বেগম নিহত হন। ইয়াহিয়া একই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।
এদিকে আশঙ্কাজনক অবস্থায় মুন্নিকে দিরাই সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে সিলেট যাওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত মুন্নির মায়ের অভিযোগ, প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় মুন্নিকে হত্যা করেছে বখাটে ইয়াহিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ঘটনার পর থেকেই ইয়াহিয়া পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।