সিলেটের আলো রিপোর্ট : দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া সিলেটের সর্বশেষ সৈনিক আতিকুল হোসেন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার ভোরে দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ার নিজবাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের পাশাপাশি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে আতিকুল হোসেন স্ত্রী, ছেলেমেয়ে ও নাতি-নাতনিসহ অংসখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন দফতরে ‘বীর সৈনিক’ হিসেবে পরিচিত ছিলেন আতিকুল হোসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে সিলেটে সর্বশেষ একমাত্র তিনিই ভাতা পাচ্ছিলেন। মঙ্গলবার বাদ আসর তার নামাজে জানাজা পাঠানপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, মরহুম আতিকুল হোসেন খান সিলেট মহানগর বিএনপির উপদেষ্ঠা ও ২৭ নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি নেতৃবৃন্দ।