স্টাফ রিপোর্টার : আস্থা অ্যাসোসিয়েশন কতৃক আয়োজিত সমাজের সুবিধা বঞ্চিত শিশু ও হত দরিদ্র ৮৭টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হলো। ৩১ জুলাই ২০২০, ১২ই শ্রাবণ ১৪২৭ বিকাল – ৪.৩০ মিনিটে আস্থা অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাঈম হোসেনের সভাপতিত্বে ও মোঃ মিলন হোসেনের সঞ্চালনায়।
আমরুল কসবা ইউনিয়ন পরিষদের কয়েকটি গ্রামের হত দরিদ্র প্রিয় মানুষেরা নির্ধারিত সময়ের অনেক আগেই এসে উপস্থিতি হয়েছিলেন যার কারণে সুষ্ঠ ও সুন্দর ভাবে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের অন্তর্গত আমরুল কসবা গ্রামের মেম্বার নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন আস্থা অ্যাসোসিয়েশন উপদেষ্টা ‘কবি’ মোস্তফা মুনতাজ আরও উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল জলিল।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাঈম হোসেন তার বক্তৃতায় বলেন, আজকের এই ঈদ সামগ্রী বিতরণ দান নয়, এটা আপনাদের প্রতি আমাদের ভালবাসা।
এ ছাড়া আস্থা অ্যাসোসিয়েশন সম্মানিত উপদেষ্টা কবি মোস্তফা মুনতাজ তার বক্তৃতায় , এই এক ঝাক তরুনদের ভূয়সী প্রশংসা করেন এবং সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সেই সাথে গ্রামবাসীকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।
অত্র এলাকার মেম্বার নজরুল ইসলামের কন্ঠেও ছিলো তরুণদের প্রতি এগিয়ে চলার প্রেরণা।
আরও বক্তব্য রাখেন মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ যারা আস্থা অ্যাসোসিয়েশনের কার্যক্রম নিয়ে প্রশংসা করেন এবং এই কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেন।
তারা হলেন, আব্দুর রাজ্জাক (শিক্ষক), আব্দুল জলিল (সভাপতি ইউনিয়ন যুববলীগ), অফিজ উদ্দিন (প্রধান শিক্ষক আমরুল কসবা মাদ্রাসা)।
আস্থা অ্যাসোসিয়েশনের যে এক ঝাঁক পরিশ্রমি ও ত্যাগী সদস্যরা উপস্থিত ছিলেন তাদের নাম নিচে উল্লেখ করা হলো।
সাধারণ সম্পাদক মাসুদ রানা,ব্যবস্থাপনা সম্পাদক সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন,সহ ব্যবস্থাপনা খাইরুল ইসলাম,অর্থ সম্পাদক স্বপন, ক্রিড়া বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম,দপ্তর সম্পাদক রাব্বি হোসেন, প্রচার সম্পাদক মানিক,শিক্ষা বিষয়ক সম্পাদক আবু বক্কর,সমাজ কল্যাণ সম্পাদক ডালিম হোসেন, সদস্য আলামিন, সদস্য আনোয়ার, সদস্য আব্দুল্লাহ বাকি,সদস্য সজিব হোসেন,সদস্য নাঈম (২),সদস্য সাকিল, ও সদস্য আকাশ সহ প্রমুখ।