নগরীতে হকারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন(সিসিক)। মঙ্গলবার দুপুর ১২টায় নগরী বন্দরবাজার থেকে সুরমা মার্কেট পয়েন্ট এবং বন্দরবাজার থেকে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত হকারদের বিরুদ্ধে অভিযান চালান মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমসহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মেয়রের সাথে উপস্থিত ছিলেন।
এদিকে, সোমবারের ঘটনায় সিলেট কোতয়ালী থানায় মামলা দায়ের করতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। মামলায় মহানগর হকার্স লীগ নেতা আব্দুর রকিবকে প্রধান আসামী করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাহাব উদ্দিন শিহাব। তিনি জানান, কর্পোরেশনের আইন শাখা মামলা সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত করছে।
কোতয়ালী থানার ওসি গৌছুল হোসেন জানান, মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।
প্রসঙ্গত, হকার উচ্ছেদ নিয়ে সোমবার বিকালে হকারদের সাথে সিটি কর্পোরেশনের কর্মীদের অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় হকাররা নগর ভবনে হামলা করে এবং মেয়র আরিফুল হক চৌধুরীর ওপর হামলার চেষ্টা চালায়। এ নিয়ে সোমবার রাতে নগরীর বিশিষ্টজনের সাথে বৈঠক করেন মেয়র আরিফুল হক চৌধুরী। বৈঠকে এ ঘটনার সাথে জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেয়া হয়।