সিলেটের আলো:: রিপোর্ট :: নগরীর জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন সিতারা ম্যানশনের প্রবেশ পথে অবৈধভাবে নির্মিত ৫টি দোকান কোটা উচ্ছেদ করেছে সিলেট সিটি করপোরেশন। সোমবার নিজ হাতে হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙার মাধ্যমে উচ্ছেদ কাজ শুরু করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

সিসিক কর্মকর্তারা জানান, সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) জিন্দাবাজার এলাকায় গ্রাহকদের কাছে হোল্ডিং ট্যাক্স, পানির বিল, ট্রেড লাইসেন্স ও বিল বোর্ড বাবদ বকেয়া বিল আদায়ে করতে এসে এ দৃশ্যটি চোখে পড়ে মেয়র আরিফের। এসময় তিনি এ উচ্ছেদ পরিচালনা করেন।

এ ব্যাপারে আরিফুল হক চৌধুরী বলেন, ‘এই রাস্তা সিতারা ম্যানশনের নিজস্ব রাস্তা। রাস্তার উপর দোকান কোটা নির্মাণে সিসিক কোন অনুমোদন দেয়নি। আর এই মার্কেটের জন্য রাস্তা দেওয়া হয়েছে। অনুমোদন ছাড়াই দোকান কোটা নির্মাণ করায় তা ভেঙে ফেলা হয়েছে।